মোহাম্মদ নাছিম
উখিয়া প্রতিনিধি
দেড় মাস সময় চেয়েছেন তিনি। এশিয়া কাপ দিয়েই লাল-সবুজের জার্সি গায়ে ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে। দেড়মাস বিশ্রাম নেবেন বলে জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, অবসর ঘোষণা ইস্যুতে শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকেন তামিমকে। ঢাকায় এসে গণভবনে যান দেশসেরা এই ওপেনার। এসময় তার পরিবার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সঙ্গে ছিলেন। ৩ ঘণ্টা ধরে গণভবনে চলে বৈঠক। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তামিম।
এর আগে অবসর নেয়ার ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দেন তামিম ইকবাল। আর এই খবর ঘিরে গতকাল প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে। সবাই যা আশা করেছিলেন, প্রধানমন্ত্রীর কথায় অবসর ভাঙবেন তামিম, হলোও তাই।
গতকাল বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন তামিম। আর আজ (শুক্রবার) চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের পর হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ ও সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপে তারই দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
এদিকে জানা গেছে আগামী ১৮ জুলাই পারিবারিক সফরে তামিম চলে যাবেন দুবাই। সেখানে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর পর আবারও দেশে ফিরবেন সাবেক এই ক্রিকেটার।