মোহাম্মদ নাছিম, উখিয়া
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উখিয়ার বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনাসহ পানি বন্দী রয়েছে অন্তত হাজারের অধিক মানুষ। পানির কারণে অনেক এলাকয় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
এছাড়া উখিয়া উপজেলার ৫ ইউনিয়ন মধ্যে রাজা পালং ইউনিয়নে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
বিভিন্ন এলাকা পরিদর্শন করে পাওয়া তথ্য মতে রাজা পালং ইউনিয়নে বেশ কয়েকটি ওয়ার্ডে বেশি পরিমান পাহাড় ধস হয়েছে। উল্লেখযোগ্য ওয়ার্ড মধ্যে, ৯ নং ওয়ার্ড পাহাড় ধসে মা মেয়ের মৃত্যু হয়েছে, ও ৭ নং ওয়ার্ডের একটি বাড়ি পাহাড় ধসে বিলিন হয়ে গরু ছাগলসহ ঘরের ভিতর থাকা ১০/১২ টি মুরগী মারা গিয়েছে এবং ৩ নং ওয়ার্ডের
দৌছরী পাহাড় ধসে গাড়ি চলাচল বন্ধ রয়েছে, এছাড়াও বিভিন্ন গ্রামে পানি প্লাবিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যে-সব এলাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, স্ব-স্ব ওয়ার্ডের জনপ্রতিনিধি দের তালিকা করে স্ব-স্ব ইউনিয়নে চেয়ারম্যান কে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের জ্যৈষ্ঠ পর্যবেক্ষণ কর্মকর্তা দুলাল চন্দ্র দাশ জানিয়েছেন, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।আগামী আরও ৩ দিন বৃষ্টি অব্যাহত থাকবে। এতে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে বলে জানান তিনি।
যে-সব এলাকায় পানি প্লাবিত হয়েছে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।