সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মণিপুর এলাকায় ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র(এলজি) সহ সন্ত্রাসী শাহাব উদ্দিন(৪৫)কে পুলিশ গ্রেফতার করেছে। ১৩ই আগষ্ট দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার পুলিশ তাকে গ্রেফতার করেন। সন্ত্রাসী শাহাব উদ্দিন শাপলাপুর ধুইল্যাছড়ী গ্রামের মৃত বশির আহমেদের পুত্র। এব্যাপারে মহেশখালী থানার ওসি(তদন্ত) তাজ উদ্দিন বলেন, মহেশখালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর মণিপুর এলাকার মৃত বশির আহমেদের পুত্র শাহাব উদ্দিন কে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র(এলজি) সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২টি অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে।