মহেশপুর উপজেলা প্রতিনিধি
মোঃ অমিদ হাসান
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ঝিনাইদহে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টেডিয়ামের সামানে থেকে পদযাত্রা শুরু হয়। এতে ঝিনাইদহ সদর উপজেলা সহ অন্য ৬ উপজেলা থেকেও নেতাকর্মী অংশ নেয় পদযাত্রায়।পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধ । দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে । আর সময় নাই । এবার সকল বিএনপি নেতাকর্মীদের একসাথে আন্দোলনে নামতে হবে । তারেক রহমান খুব দ্রুতই দেশে আসবে । আপনারা ঐক্যবদ্ধ হোন । এ স