মোহাম্মদ নাছিম
উখিয়া কক্সবাজার
উখিয়া রাজাপালং ইউনিয়নের সাংগঠনিক উত্তর ও দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিটার সময় মো: শাহ্ জাহানের সভাপতিত্বে ও মো: এখলাছ কবরি জিয়ার সঞ্চালনায়, কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে কাউন্সিল অধিবেশন শুরু করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য, জনাব, শাহাজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, সুলতান মাহমুদ চৌধুরী,তারেক মাহমুদ রাজিব,আহসান উল্লাহ (মনি), আব্দুল মালেক মানিকসহ অনেকেই।
প্রধান বক্ততা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি, এড, ছৈয়দ আহমদ উজ্জ্বল, মো:জিসান উদ্দিন জিসান,মো,আমির আলী,খাইরুল আমিনসহ সকল স্তরের নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অতি সন্নিকটে। তাই আমাদের একটায় স্লোগান, বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজ পথে,সেই স্লোগান কে ধারণ করে ফ্যাসিবাদি সরকার কে পদ ত্যাগ করতে বাধ্য করা হবে। ১৫ বছর এই সরকার আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির করেছে। তাই এই ফ্যাসিবাদী সরকার কে ক্ষমতা থেকে না সরা পযন্ত আমাদের শান্তি নেই। বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বুকে সাহস নিয়ে রাস্তায় নামার আহ্বান জানায়,যুবদলের সভাপতি ুএড, ছৈয়দ আহমদ উজ্জ্বল।
উখিয়া-টেকনাফের, সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী বলেন,আজ সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে, শেখ হাসিনা আর বেশি ক্ষমতায় থাকতে পারবেনা। অধ্যাপক ড. ইউনূসের মতো একজন সম্মানী লোককে অসম্মান করা হয়েছে, তাকে ১৩০ টি মামলা দেওয়া হয়েছে, বেগম খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে, আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির করা হচ্ছে। তারই বিপরীতে সারা পৃথিবী জেগেছে তাই হাসিনা সরকারের পতন ঘটতে আর বেশি দিন সময় নেই।
উল্লেখ্য: উখিয়া রাজাপালং ইউনিয়নের সাংগঠনিক উত্তর ও দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৩, সভাপতি পদ প্রাথী ছিলেন,৬ জন ও সাধারণ সম্পাদক প্রাথী ৮ জন ছিলেন, তাদের মধ্যে সমঝোতা না হওয়া কমিটি ঘোষণা করা হয়নি। মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম সমাপ্তি করেন।