ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলা বান্দরবানের লামার ফাইতংয়ে তিনটি ইটভাটায় যৌথ অভিযান চালিয়েছে লামা উপজেলা প্রশাসন ও লামা বন বিভাগ। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে লামা বন বিভাগের পক্ষে সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহি, লামা থানা পুলিশ এবং লামা ফায়ার সার্ভিসের টিম অংশ নেয়।
সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম জানান, অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনা করায় তিনটি ভাটাকে ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুবলে বিবিএম ব্রিকস্, এসকেবি ব্রিকস্ ও এসএবি ব্রিকস এর মালিককে জরিমানা করা হয়েছে।
লামা সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহি বলেন, বনের কাঠ না পুড়াতে ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে সব ইটভাটা মালিককে নোটিশ দেয়া হয়েছে।