অপরদিকে, টেকনাফ উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, নৌকা প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ৬১ হাজার ৪১৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর ঈগল প্রতিকে পেয়েছেন ২১হাজার ৬৩৮ ভোট। ডাব ১৩২, মিনার ২৭৫, সোনালী আঁশ ৭৭, আম ১৪৮, লাঙ্গল ৪৯৪ ভোট।
প্রাপ্ত ফলাফল মতে নৌকা ৯০হাজার ৩৭৩ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটত্ম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩১হাজার ৭০৭ ভোট।
এদিকে ভোট চলাকালীন দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে লাঙ্গল, পরে বিকেলে ঈগল প্রতিকে স্বতন্ত্রপ্রার্থী ভোট বর্জন করেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ২৬ হাজার ৯৭১। কেন্দ্র সংখ্যা- ১০৪টি।
অপরদিকে, টেকনাফ উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, নৌকা প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ৬১ হাজার ৪১৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর ঈগল প্রতিকে পেয়েছেন ২১হাজার ৬৩৮ ভোট। ডাব ১৩২, মিনার ২৭৫, সোনালী আঁশ ৭৭, আম ১৪৮, লাঙ্গল ৪৯৪ ভোট।
প্রাপ্ত ফলাফল মতে নৌকা ৯০হাজার ৩৭৩ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটত্ম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩১হাজার ৭০৭ ভোট।
এদিকে ভোট চলাকালীন দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে লাঙ্গল, পরে বিকেলে ঈগল প্রতিকে স্বতন্ত্রপ্রার্থী ভোট বর্জন করেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ২৬ হাজার ৯৭১। কেন্দ্র সংখ্যা- ১০৪টি।
প্রধান সম্পাদক: জনাব শামসুল হক শারেক | সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ এরশাদ উল্লাহ খান
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | এসটিএননিউজ২৪.কম, এটি একটি সী-ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান
Address: Hotel Zilani Market 3rd Floor Main Road Cox’s Bazar
Contract no: 01814331667 | seaworldterritorialnewsstn@gmail.com
Copyright © 2023 stnnews24.com