মোহাম্মদ নাছিম, উখিয়া :
কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক ও অস্ত্র সহ একজন আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন, পালংখালী ইউনিয়নের পশ্চিম বিল এলাকার আব্দুস সালামের ছেলে শামশুল আলম (৩২)।
বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৭ টার দিকে পুলিশ সুপার রাসেল (পিপি) নেত্বতে উখিয়ার পালংখালী স্টেশন জামে মসজিদ সামনে থেকে একটি ওয়ান সুটার গান সহ সিএনজি থেকে তাকে আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানান, গোপন সংবাদ ভিক্তিতে ও পুলিশ সুপার রাসেল পিপি এম এর নেতৃত্বে, উখিয়া থানার পুলিশ অভিযান পরিচালনা করে পালংখালী ইউনিয়ন স্টেশন জামেমসজিদ পাশ থেকে সিএনজি যোগে পালানোর সময় তাকে অস্ত্র সহ হাতে নাতে আটক করতে সক্ষম হয় উখিয়া থানার পুলিশ।
তিনি আরো বলেন, আসামী শামসুল (৩২) থানা হাজেতে রয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত বিষয়ে প্রক্রিয়া দিন বলে জানান পুলিশ।