হাসান আহমেদ জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জ্যেষ্ঠ ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে ১৭টি ওয়ার্ড কমিটি গঠনের প্রতিক্রিয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন।
মেয়রের ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা রাত ৮টার দিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন।
মেয়র আইভী বলেন, সিদ্ধিরগঞ্জের ৯টি ওয়ার্ডে কমিটি করা হয়নি। কারণ সেটা এমপি শামীম ওসমানের এলাকা। তিনি বলেছেন, তার এলাকা নিজের মতো করে কমিটি করবেন। আমার নির্বাচনি এলাকার ২৭টি ওয়ার্ড। তাহলে কোন অধিকারে আপনারা আমাকে না জিজ্ঞেস করেই ১৭টি ওয়ার্ডে কমিটি দেন? আমি ১৭টি ওয়ার্ডে পাল্টা কমিটি দেব। এক ওয়ার্ডের লোক এনে আরেক ওয়ার্ডে বসিয়েছেন। এগুলো কি ছেলেখেলা নাকি? আজকে বাধ্য হয়েছি। আমি তো আর শামীম ভাইয়ের মতো বলতে পারব না, আমার এলাকায় এটা করতে পারবেন না। কিন্তু আমার মতামত না নিয়ে যদি কমিটি করেন, সিনিয়রদের অসম্মানিত করেন, তাহলে পাল্টা কমিটি দেব। আনোয়ার কাকাকে (মহানগর আওয়ামী লীগের সভাপতি) অবাঞ্ছিত করা হলো। কমিটি আগেরগুলোই থাকবে।
গত ১২ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন।
প্রধান সম্পাদক: জনাব শামসুল হক শারেক | সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ এরশাদ উল্লাহ খান
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | এসটিএননিউজ২৪.কম, এটি একটি সী-ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান
Address: Hotel Zilani Market 3rd Floor Main Road Cox’s Bazar
Contract no: 01814331667 | seaworldterritorialnewsstn@gmail.com
Copyright © 2023 stnnews24.com