বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আর্জেন্টিনা
  5. ইউক্রেন
  6. ইরান
  7. খেলাধুলা
  8. চীন
  9. জবস
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. প্রবাস

উখিয়ায় চলছে পাহাড় কাটার মহা উৎসব : বিট অফিসকে ম্যানেজ করেই বাড়ি নির্মাণ

প্রতিবেদক
admin
মার্চ ১৩, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোটার:

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া উপজেলায় ছোট-বড় মিলিয়ে শত শত পাহাড় রয়েছে। তবে সেসব পাহাড়গুলোতেও পড়েছে ভূমি খোকোদের থাবা।
নিজস্ব ফায়দা লুটতে পাহাড়ের মাটি কেটে বিক্রি, আবাস্থল গড়ে তোলাসহ নানা স্বার্থে এসব পাহাড়গুলোকে নির্বিচারে বিলীন করে দিচ্ছে।
সকাল থেকে রাত সমান তালে চলে পাহাড় কাটার কাজ।
তবে বেশিরভাগ সময়ে নিঝুম রাতেই চলে বনাঞ্চলের আবৃতে ঘেরা পাহাড় কাটার ধুম। বিগত কয়েক বছরে এ অঞ্চলের প্রায় অর্ধেকের চেয়ে বেশি পাহাড় ও টিলা কেটে সমতল করা হয়েছে। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে চাপা ক্ষোভ থাকলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতেও পারছেন না। প্রভাবশালী মহলটি ক্ষমতার দাপট ও প্রশাসনকে ম্যানেজ করে রাতের আধাঁরে পাহাড়ের মাটি কেটে সাবাড় করে ফেলছে। ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকি মুখে পড়েছে।
সরেজমিনে উপজেলার দৌছড়ি বিট’র গ্রামগুলো ঘুরে দেখা যায়, উঁচু পাহাড়ের মাঝখানে মাটি কেটে করা হয়েছে সমতল। পাশেই অস্থিত হারানোর পাহাড়ের ক্ষত চিহ্ন। কোথাও কোথাও পাহাড়ের বুক চিরে সমতল করা জায়গায় স্থানীয় এক শ্রেণির বাসিন্দারা ঘর নির্মাণের কাজে ব্যস্ত। যেন পাহাড় কাটার উৎসবে নেমেছে তারা। সে সঙ্গে পাহাড়ের চূড়ায় থাকা বিভিন্ন প্রজাতির গাছ নিধন করে ফেলছে। প্রকৃতির বুকে মানুষের এমন থাকায় জীববৈচিত্র্য এখন হুমকির মুখে।

খোঁজ নিয়ে জানা যায়, পাহাড়ের মাটি কাটার কাজে ব্যবহৃত হচ্ছে অধ্যাধুনিক ভেকু মেশিন। যার মাধ্যমে দ্রুততার সঙ্গে পাহাড়ের মাটিগুলোকে কেটে ফেলা হচ্ছে। মাটি কেটে সেগুলোকে ডাম্পার যোগে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। আবার অনেকেই গর্ত বা জমি ভরাট করে ঘর বাড়ি নির্মাণ করছে।
স্থানীয় সচেতন মহল জানান, যেভাবে নির্বিচারে ও অপরিকল্পিতভাবে পাহাড় কাটা হচ্ছে তা জনজীবনে হুমকি স্বরূপ। পাহাড়ের তলে কিংবা পাহাড়ে যেসব বাড়িঘর রযেছে ভারী বর্ষণে যেকোনো মুহূর্তে ধসে যেতে পারে। এতে ব্যাপক প্রাণহানির আশংকাও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা এসটিএন’র প্রতিবেদককে বলেন, পাহাড় কাটা বেআইনি কিনা তা আমাদের জানা নেই। এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি। অনেকেই পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করেছে। বিনা বাঁধায় মাইলের পর মাইল পাহাড় সাবাড় করা হয়েছে। এতে নেই প্রশাসনের নজর দারি। পাহাড় কাটা অপরাধ কি-না জানিনা। তবে আমরা বিট অফিসার কে টাকা দিয়ে আমরা আমাদের পারিবারিক প্রয়োজনে পাহাড় অংশ কেটে ঘর বাড়ি নির্মান করি।

স্হানীয় সচেতন মহলের দাবি, প্রতিনিয়ত রাত হলেই শুরু হয় পাহাড় কাটা। আমাদের ইউনিয়নে প্রায় তিন ভাগের মধ্যে দুই ভাগই পাহাড় কেটে ফেলেছে। যদি প্রশাসন কোনো উদ্যোগ না নেয় তাহলে আর কিছুদিন পর এখানে আর কোন পাহাড় খুঁজে পাওয়া যাবে না।
উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতি (পাড়া নাপিত পাড়া) এলাকার দেখা যায়, পাহাড় কেটে ফাউন্ডেশন দিয়ে ৩ তলা বৈশিষ্ট্য বাড়ি নির্মাণ করতেছে, দৌছড়ি বিট অফিসার কে ম্যানেজ করে। তবে কতটা টাকা নিয়ে ম্যানেজ করেছে সে বিষয়ে সঠিক তথ্য দিতে না পারলেও তথ্য দেওয়া ব্যক্তির ধারনা ৭০ হাজার টাকা দেওয়া হতে পারে এই বাড়িটি।

অভিযোগ রয়েছে কথিত বিট কর্মকর্তা ও মুন্সির বিরুদ্ধে, তারা প্রথমে বাঁধা দেয়। পরে টাকার বিনিময়ে নিরব থাকে। তবে শত-শত অভিযোগ রয়েছে বিট কর্মকর্তা সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে, তিনিই সব কিছু সামলাই। বিট অফিসারের সাথে মোটো যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় প্রবাসী দিবস পালন

সিরাজগঞ্জে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও  ডায়াগনস্টিক মালিকদের নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা

মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান আর নেই -দেশ বিদেশে শোকের বন্যা

মহেশখালীর পৌরসভার বিভিন্ন দোকানে মনিটরিং করলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজ বৃত্তির টাকায় মেডিকেল শিক্ষার্থীর শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার-টেকনাফ সড়কে বেপরোয়া চলাচল করা পায়রা বাসের ধাক্কায় দুই শিশু নিহত

অবশেষে অপহরণের চারদিন পর টেকনাফের ৩ বনকর্মী উদ্ধার।

নারায়ণ গঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে কারখানা কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে

আলীকদমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন  

উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জনের মনোনয়নপত্র অনলাইনে দাখিল: সব প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত