সরওয়ার কামাল, মহেশখালী:
মহেশখালীতে কোডেকের আয়োজনে ইকোসিস্টেম রিস্টোরেশন এন্ড ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মার্চ সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে কোডেক বিডফরসিজ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ হাসিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন। কর্মশালায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নন্দন কুমার চন্দ, মেরিন ফিশারীজ অফিসার মোঃ আলা উদ্দিন, সমবায় অফিসার মোঃ গোলাম মাসুদ কুতুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুর রহমান। এছাড়াও উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।