মো.ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
প্রচন্ড তাপদাহে অতিষ্ট ও তৃষ্ণার্ত পার্বত্য জেলা বান্দরবানের লামা বাজারে আগত ক্রেতা সাধারণ এবং পথচারীর মাঝে লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলামের পক্ষ থেকে তৃষ্ণা নিবারনের জন্য বোতলজাত পানি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে লামা বাজারের সাপ্তাহিক হাঁটের দিন বাজারে আগত ক্রেতা সাধারণ ও পথচারীদের মাঝে এ পানি বিতরণ করা হয়। সূত্র জানায়, গত কয়েক দিনের তীব্র গরমে জনজীবন অতিষ্টি হয়ে উঠেছে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার ছিলো লামা বাজারের সাপ্তাহিক হাঁটের দিন। এ উপলক্ষ্যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ লামা বাজারে আসে। এসময় একদিকে সাপ্তাহিক হাঁটের দিনের ভীড়, অপর দিকে তীব্র তাপদাহে বাজারে আগত ক্রেতা সাধারণ ও পথচারীরা পানির তৃষ্ণায় কাতর হয়ে পড়ছিলো। এমন অবস্থায় লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম বাজারে আগত ক্রেতা সাধারণ ও পথচারীদের পানির তৃষ্ণা নিবারনে বোতলজাত পানি বিতরনের উদ্যোগ গ্রহন করেন। পৌর মেয়রের পক্ষ থেকে বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গলিতে অবস্থানরত ক্রেতা সাধারণ ও পথচারীর মাঝে পানি বিতরণ করেন লামা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন ও পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ তানফিজুর রহমান। এছাড়া পানি বিতরণ কার্যক্রমে অংশ গ্রহন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম সাদ্দাম , সাধারন সম্পাদক মেহেদী হাসান রনি , পৌর ছাত্রলীগ সভাপতি সুমন মাহমুদ, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম হেলাল ও কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ ছাত্রলীগ নেতৃবন্দ। বাজারে আগত ক্রেতা সাধারণ ও পথচারীরা লামা পৌর মেয়রের এ উদ্যোগ স্বাগত জানিয়েছেন। তারা প্রচন্ড গরমে তৃষ্ণা নিবারন করতে পেরে সন্তষ্টি প্রকাশ করেছেন। লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম বলেন, লামা বাজারের সাপ্তাহিক হাঁটের দিন দূর-দূরান্ত থেকে লোকজন এসে থাকে। তীব্র তাপদাহের কারনে প্রচন্ড পানি পিপাসায় এসমস্ত লোকজন খুবই কষ্ট পায়। বিশেষ করে বৃদ্ধ এবং বিভিন্ন কাজে আগত মহিলারা পানির তৃষ্ণায় ছটপট করে। বাজারে আগত ক্রেতা সাধারনের তৃষ্ণা নিবারনের জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। তীব্র তাপদাহ অব্যাহত থাকলে লামা বাজারের ক্রেতা সাধারন ও পথচারীর মাঝে পানি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে পৌর মেয়র জানান।