সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালীতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই মে সকাল ১০টায় মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তার সহকারী শারমিন আক্তার বিউটি, সাংবাদিক সরওয়ার কামাল প্রমুখ। এছাড়া ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।