রামুতে যৌন হয়রানি অভিযোগ রেলস্টেশনের নিরাপত্তার ইনচার্জ রুবেলের অসামাজিক কার্যকলাপ ফাঁস
রামু উপজেলার প্রতিনিধি : রবিউল আলম
রামু স্টেশন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ জনাব রুবেল শেখের অসামাজিক কার্যকলাপ ও যৌন হয়রানি ফাঁস। অহেতুক মন গড়া অভিযোগ তুলে দুই জন ঘুরতে আসা ছেলেমেয়ে দের আটক করে মামলা করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে। মেয়ে টাকা দিতে না পারায় মেয়েকে যৌন হয়রানি করে জনাব রুবেল। মেয়ের আপত্তিকর জায়গা অর্থাৎ লজ্জাজনক অঙ্গে হাত দেয়।মেয়ের প্রসাদনী সামগ্রী কেড়ে নেয় এবং জোর পূর্বক মেয়েকে যৌন হয়রানি করে। প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি সুষ্ঠু তদন্তপূর্বক আরএনবি ইনচার্জ রুবেল এর বহিষ্কারসহ কঠিন শাস্তির দাবি জানায়।