আলীকদমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন এর সভাপতিত্বে উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুঃবিভাগ,ঢাকার আইডিইএ প্রকল্প -২ পর্যায় এর প্রকল্প পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম,বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।এসময় প্রধান অতিথি আলীকদম উপজেলার ৪ টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম অঞ্চল, মোঃ ইউনুচ আলী,জেলা নির্বাচন অফিসার ,এসএম শাহাদাত হোসেন ,আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান,মোঃ জামাল উদ্দিন,ভাইস চেয়ারম্যান,মোঃ রিটন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারী/ইউপি সদস্য/হেডম্যান/কারবারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।